যেকোনো শুটার গেমের মতোই, হেডশট আপনার অপনেন্টকে ঘায়েল করার জন্য সবচেয়ে দ্রুত ও কার্যকরী উপায়। সকল মোবাইল শুটারদের কাছেই “এইম অ্যাসিস্ট” (Aim Assist) নামে একটি স্পেশাল ফিচার আছে, যা সহজ অর্থে আপনার প্রতিপক্ষ বরাবর নিশানা গিয়ে তাড়াতাড়ি টার্গেট লক করে, যা আপনাকে আরো নিখুঁতভাবে আপনার শট নিতে সাহায্য করবে।
“এইম অ্যাসিস্ট” (Aim Assist) সাধারণত প্রতিপক্ষের বডির উপর লক হওয়ার কারণে ফায়ার বাটন চাপতে থাকলেও বেশি হেডশট পাওয়া সম্ভব হয় না, যার কারণে আপনার ফায়ারফাইট হারার সম্ভাবনা বেশি। এতক্ষণে আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি “এইম অ্যাসিস্ট” (Aim Assist) সবসময় বডি বরাবর লক্ষ্য করে লক করে ফেলে, তাহলে কি আমার হেডশট পাওয়ার জন্য এই ফিচার বন্ধ করতে হবে?
হ্যাঁ এবং না, আপনার কাছে এই ক্ষেত্রে দুইটি অপশন থাকবে। কিন্তু আমরা যদি আরো গভীরে গিয়ে চিন্তা করি, তাহলে আপনার প্রয়োজন সিদ্ধান্ত নেয়ার, যে কী ধরনের লোডআউট নিয়ে আপনি দক্ষ হওয়ার প্ল্যান করছেন। যেধরনের সেটিংস আপনি বেছে নিবেন, তা আপনার প্রাইমারী উইপেনের উপর নির্ভর করবে।
স্নাইপার রাইফেল
জেনারেল সেটিংস
আপনি যদি স্নাইপারকে প্রাইমারী উইপেন হিসেবে বেছে নেন, তাহলে “এইম অ্যাসিস্ট” (Aim Assist) বন্ধ করলে আপনার জন্য ভালো হবে। আপনার নিশানা চিহ্ন প্রতিপক্ষের বডিতে লক হয়ে গেলে ঝামেলা, কারণ হেডশট নিশ্চিত করতে হলে আপনার নিশানা টেনে প্রতিপক্ষের হেড বরাবর লক করতে হবে। আমরা শুধুমাত্র এই উইপেনটি সেই সকল ইউজারদের ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি , যারা পিসিতে গেম খেলেন, কারণ মাউস দিয়ে আপনি সহজে আপনার প্রতিপক্ষের মাথা বরাবর নিশান লক করতে পারবেন এবং সাথে সাথে ফায়ার করা শুরু করতে পারবেন। মোবাইল ইউজারদের ক্ষেত্রে, “এইম অ্যাসিস্ট” (Aim Assist) বন্ধ করে হোল্ড এবং রিলিজ করার সেটিং সবচেয়ে ভালো হবে স্নাইপার রাইফেল ব্যবহারের জন্য।
গ্রাফিক্স সেটিংসের ক্ষেত্রে, একটি কাস্টম বা নিজস্ব সেটিংস ব্যবহার করার চেষ্টা করুন, যেখানে “এফপিএস” (FPS) সেটিং হাই এবং অন্যান্য সেটিং লো থাকবে। কিন্তু আপনার ডিভাইস অথবা পিসি যদি আলট্রা সেটিংস হ্যান্ডেল করতে পারে, তাহলে হাই সেটিংসে খেলতে কোনো বাধা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনি কত দ্রুত আপনার প্রতিপক্ষের হেডের দিকে লক্ষ্য করতে পারছেন, যেখানে ফ্রেম রেটের ভূমিকা সবচেয়ে বেশি।
সেনসিটিভিটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, আপনার প্লেস্টাইলের উপর নির্ভর করে নানা ধরনের সেটিংস টেস্ট করে দেখুন আর ধৈর্য্য রাখুন এই ব্যাপারে, কারণ প্রো প্লেয়ারদেরও এক্সপেরিমেন্ট করতে হয়, তারা চেষ্টা করতে থাকে সবসময়, যতক্ষন না পর্যন্ত তারা পারফেক্ট করতে পারে সেনসিটিভিটির ব্যাপারটা। প্যাসিভ প্লেয়ারদের লোয়ার স্কোপ সেনসিটিভিটি আর অ্যাগ্রেসিভ প্লেয়ারদের হাইয়ার সেনসিটিভিটি দরকার। আপনার ডিভাইস অনেক সময় এই সেনসিটিভিটির মাত্রার উপর প্রভাব ফেলে, যেমন যদি আপনার মাউস নড়ানোর জন্য যথেষ্ট জায়গা থাকে তাহলে লোয়ার সেনসিটিভিটির সেটিং বেছে নিতে পারেন অথবা প্রয়োজন অনুযায়ী তার উল্টো। মোবাইল ইউজারদের ক্ষেত্রে, ছোট স্ক্রিনের কারণে হাইয়ার সেনসিটিভিটি দরকার অথবা এর প্রয়োজন অনুযায়ী বিপরীত।
স্ট্র্যাটেজি
সবসময় ব্লু জোনের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই এরিয়াতে হাই টিয়ার লুট আছে এবং প্রায় সবসময় একটি Kar98 থাকে, এর সুপার অ্যাটাচমেন্ট সহ। যদি ড্রপ লাইন ব্লু জোন থেকে একদম দূরে থাকে তাহলে সেইফ জোন কোথায় আছে তার উপর নির্ভর করে এটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, এই জন্য সবসময় ড্রপড ক্রেটগুলো চেক করুন কারণ আপনি সেখানে AWMs এবং Dragunovs পেতে পারেন। আমি SKS রেকোমেন্ড করছি না কারণ এটার স্ট্যাট সবচেয়ে খারাপ বাকি ৪ টি স্নাইপার রাইফেলের তুলনায়।
এখন আপনার প্লেয়িং স্টাইলের উপর নির্ভর করে- যেমন আপনি যদি একজন প্যাসিভ প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনার সাবমেশিন গান সেকেন্ডারি উইপেন হিসেবে প্রয়োজন কারণ আপনার “এইম অ্যাসিস্ট” (Aim Assist) বন্ধ করা আছে, অধিকাংশ সময়ে আপনি ক্লোজ এনকাউন্টারে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে একনাগাড়ে স্প্রেয়িং বা গুলি মারতে থাকবেন। এটা আসলে ম্যাটার করে না কোনটা আপনি ব্যবহার করছেন, কিন্তু চেষ্টা করুন আপনার সেকেন্ডারি উইপেনের জন্য লেভেল ৩ ম্যাগাজিন রাখার, এতে করে আপনার কাছে বুলেট আরো বেশি থাকবে ক্লোজ কোয়ার্টার কমব্যাটের সময় (CQB)। অ্যাগ্রেসিভ প্লেয়াররা সাধারণত শটগান বেছে নেয় CBQ-এর জন্য এবং ওয়াইডস্প্রেডিং অ্যাবিলিটির জন্য আপনাকে হেডশট স্কোর করার চান্স দেয়, যদি আপনি প্রতিপক্ষের টরসো (কাঁধ) বরাবর শট নেন। আপনার অ্যাটাচমেন্টের উপর নির্ভর করে সবগুলোই হেডশট হতে পারে অথবা মিনিমাম ২ টি। যেসব প্লেয়ারদের টার্গেটিং খারাপ, তারা চাইলে অটো ফায়ার শটগান বেছে নিতে পারে, কিন্তু আপনি যখন সঠিকভাবে নিশানা লাগাতে পারছেন এবং আপনার রিফ্লেক্স ভালো হতে থাকবে, তখন পাম্প শটগান সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যবহারের জন্য।
ভুলবেন না, সাইলেন্সার আপনার স্নাইপার রাইফেলের সবচেয়ে ভালো বন্ধু।
অ্যাসল্ট রাইফেল
জেনারাল সেটিংস
আমরা সাধারণত “এইম অ্যাসিস্ট” (Aim Assist) বন্ধ রাখার পক্ষপাতী না, যদি আপনার প্রাইমারী উইপেন রাইফেল হয়ে থাকবে, কিন্তু তাও আপনার হাতে অপশন আছে। বার্স্ট ফায়ারিং আর ট্যাপ শুটিংয়ের ক্ষেত্রে আপনার “এইম অ্যাসিস্ট” (Aim Assist) বন্ধ রাখা এবং যে সেনসিটিভিটিতে আপনি কমফোর্টেবল সেই সেটিংয়ে খেলা খুবই জরুরী। কিন্তু এই মেথডে প্রচুর রিস্ক আছে এবং অধিকাংশ সময়ে আপনার হারার চান্স বেশি, বিশেষ করে গেমের শুরুর দিকে যখন আপনার হাতে কোনো সাইলেন্সার নেই।
যে কারণে আমরা “এইম অ্যাসিস্ট” (Aim Assist) বন্ধ রাখার জন্য সুপারিশ করছি তার মূলে আছে একটি স্পেশাল টেকনিক যার নাম ড্র্যাগ হেডশট। আইডিয়াটা খুব সিম্পল, আপনার স্কোপ সেনসিটিভিটি ১০০% পর্যন্ত নিয়ে যেতে হবে এবং শুটিং এর সময়, যদি আনস্কোপডও থাকেন, আপনার এইম উপরের দিকে ড্র্যাগ করতে থাকবেন, যাতে “এইম অ্যাসিস্ট” (Aim Assist) র্যান্ডমলি লক হয়ে যায় ও যার কারণে হেডশট পাওয়ার চান্স বেড়ে যায়।
স্ট্র্যাটেজি
আইডিয়ালি, আপনার প্রয়োজন হাই ফায়ার রেটওয়ালা রাইফেল কিন্তু এই টেকনিক SMGs এবং অ্যাসল্ট রাইফেলেও ব্যবহার করা যায়। আপনার যেই মেইন অ্যাটাচমেন্ট প্রয়োজন সেটি হলো একটি লেভেল ৩ ম্যাগাজিন, অন্যান্য লেভেল ৩ অ্যাটাচমেন্ট পেলেও লাভ আছে কিন্তু আপনি যদি হেডশট নিয়ে চিন্তিত থাকেন, তাহলে বড় Ammo ক্যাপাসিটিই আপনার দরকার।
আপনি চাইলে এই টেকনিক দিয়ে প্রতিপক্ষদের রাশ দিয়ে অনেক অ্যাগ্রেসিভ খেলা খেলতে পারবেন, কিন্তু আপনার প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন এই টেকনিক আয়ত্বে আনার জন্য। আমরা এই টেকনিক শেখার পরে Solo Queueing Duo এবং র্যাংকিং স্কোয়াডের সাথে খেলে ম্যাচ জিতেছি, তাও আবার অনেক সময় লো হেল্থ নিয়ে।
হেডশটের জন্য বেস্ট উইপেন
আপনি যদি স্নাইপার রাইফেল বেছে নেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো উইপেন হবে K98 এবং AWM।
রাইফেলের ক্ষেত্রে আপনি ভালো লেভেলের হেডশট স্কোর করতে পারবেন যদি আপনার রাইফেলের ফায়ার রেট বেশ ভালো হয় এবং সাথে লো রিকয়েল থাকে, এছাড়া হাই ডিএমজি (High dmg) রাইফেলও এই ক্ষেত্রে কাজ করে। আমরা রেকোমেন্ড করছি মিড রেঞ্জ ড্র্যাগ শুটিংয়ের জন্য Famas, Groza ও XM8 আর হাই ডিমজি (High dmg) রাইফেলের জন্য AK an AN94। তবে প্রত্যেকটি উইপেনেরই কিছু নেগেটিভ দিক আছে বিশেষ করে XM8 কারণ এটি শুধুমাত্র ২ক্স স্কোপ ফিট করতে পারে, AN94-এর ক্ষেত্রে সাইলেন্সার লাগাতে না পারার ঝামেলা এবং Groza শুধুমাত্র ড্রপড ক্রেট ছাড়া না পাওয়ার মতো আরো নানা ঝামেলা। কিন্তু ড্র্যাগ শুটিং এই সকল নেগেটিভ ব্যাপারগুলো সহজেই পাশ কাটিয়ে যায়।
এছাড়াও কি আর অন্য কোনো উপায় আছে অটোমেটিক হেডশটের জন্য?
হ্যাঁ, সাধারণত এই সমাধানগুলো আসে থার্ড-পার্টি প্রোগ্রাম থেকে যার নাম এইমবট (Aimbots)। এই টেকনিক সাধারণত গেমিং কমিউনিটির কাছে খুবই নেগেটিভ এবং অন্যান্য প্লেয়ারদের জন্য খুবই ঝামেলাপূর্ণ ও টক্সিক। এই পদ্ধতি অন্যান্য গেমারদের গেমিং এক্সপেরিয়েন্স খুবই বাজে করে তোলে এবং এতে আপনার গেমপ্লের কোনো উন্নতি হয় না।
অধিকাংশ সময় এইম বট (Aim Bot)-এর ব্যবহারের কারণে আপনি ব্যান পর্যন্ত খেতে পারেন। আপনি যদি গান স্কিন কিনে থাকেন তাহলে এটি আপনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিষেধ, কারণ আপনি আপনার মূল্যবান স্কিনগুলো সব হারিয়ে ফেলতে পারেন ব্যান খাওয়ার কারণে।
আমার রিফ্লেক্স ভালো করার জন্য কোনো গেম বা এক্সারসাইজ আছে?
হ্যাঁ, আপনি চাইলে Humanbechmark অথবা অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারেন কিন্তু এর পরিবর্তে আমরা অ্যাডভাইস দিচ্ছি অনেক ম্যাচ খেলার এবং রিফ্লেক্সের উন্নতি করার, কারণ এতে আপনার প্র্যাকটিসের সাথে ম্যাপ অ্যাওয়ারনেস চলে আসবে। ফ্রি ফায়ার একটু স্লো পাবজি-এর মতো তাই ভালো পজিশনিং এবং ম্যাপ অ্যাওয়ারনেসের সাথে ড্র্যাগ শুট করার ক্ষমতা ও কনসিস্টেন্ট নিশানা ঠিকভাবে লাগালে আপনার রিফ্লেক্স আস্তে আস্তে ভালো হতে থাকবে।
সবশেষে মোট কথা
আপনি চাইলে সবসময় বিভিন্ন টাইপের সেটিং এবং শুটিং স্টাইল বেছে নিতে পারেন আপনার জন্য। অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়াররা ম্যানুয়াল এইমিং বেছে নেয় ড্র্যাগ মেথডের থেকে। ড্র্যাগ মেথড সাধারণত মোবাইল ডিভাইসে বেশি ব্যবহৃত হয় কারণ মাউসে ড্র্যাগ শুটিং করলে আপনার এইমিংয়ের অ্যাডভান্টেজ অনেকখানি চলে যায়।
এখন যেহেতু আপনি জেনে গেছেন, তাহলে এই ব্যাপারগুলো টেস্ট করে দেখুন আসল গেমে এবং প্র্যাকটিস চালিয়ে যান! যখন আপনি টেকনিকগুলো দক্ষতার সাথে আয়ত্ব করবেন, তখন চাইলে আপনি ফ্রি ফায়ার-এ আপনার প্রিয় উইপেনের জন্য স্কিন কিনুন কোডাশপ-এর মাধ্যমে। যাতে প্রতিপক্ষকে ঘায়েল করার পরে শেষ হাসিটাই আপনারই হোক।