ফ্রি ফায়ার উইপেন অ্যাটাচমেন্ট নিয়ে একটি স্পেশাল গাইড

0
13080

আপনার সাধারণ বন্দুকগুলোকে লিথাল উইপেনে তৈরি করুন এই ফ্রি ফায়ার গান অ্যাটাচমেন্ট গাইড দেখে

Free Fire Gun Attachments

আপনি কি আপনার বেসিক উইপেনগুলোকে আলটিমেট কিলিং মেশিনে রুপান্তরিত করতে চান? তাহলে নোটখাতা আর কলম নিয়ে রেডি থাকুন আর এই গাইডটি দেখুন, যেখানে এই গাইড আপনাকে সাহায্য করতে পারবে আরো Booyah! স্কোর করতে। পান ম্যাক্সিমাম ড্যামেজ, আরো ভালো রেঞ্জ, বাড়ান মুভমেন্ট স্পিড এবং আরো অনেক কিছু যেখানে আপনি আপনার গানটিকে পরিপূর্ণ করবেন এই সকল অ্যাটাচমেন্ট দিয়ে।  

গান অ্যাটাচমেন্ট কী?

এইগুলো হলো এক্সেসরিজ যেগুলো বেশ কয়েকটি উইপেনের সাথে সংযুক্ত করা যায় বেটার পারফরম্যান্স সহ আরো নানা সুবিধা পেতে। খুব একটা বেশি প্লেয়ার এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা সচেতন নয় যে তারা জানে তারা এগুলো দিয়ে কী করতে পারে, তাই এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ যে কোন উইপেনের সাথে কোন অ্যাটাচমেন্টটি সঠিক। এটা নোট নিয়ে রাখুন যে অ্যাটাচমেন্ট সংযুক্ত করার মতো অনেক উইপেনে স্লট নেই।  

আমরা নিচে লিস্ট করে দিয়েছি উইপেনসমূহ আর তাদের জন্য বর্তমানে থাকা অ্যাটাচমেন্টগুলো, যাতে সহজে বিষটি বুঝা যায়। 

Gun Attachments Free Fire

সাইলেন্সার:
দূরে অবস্থিত টার্গেট কোনো ধরনের ফায়ারিংয়ের আলামত বুঝতে পারবে না যেমন- গানফায়ারের আওয়াজ বা গুলির ফ্ল্যাশে।

যে ধরনের উইপেনের জন্য আছে:
AK, AUG, AWM, Desert Eagle, Dragunov, FAMAS, GROZA, Kar98k, M14, M4A1, M500, M82B, MP5, SCAR, SKS, SVD, UMP, USP, XM8
মাজল:
এটি ব্যবহার করুন আপনার বুলেট দ্বারা দূরবর্তী অবস্থানে ম্যাক্সিমাম ড্যামেজ করার জন্য। 

যে ধরনের উইপেনের জন্য আছে:
AK, AN94, AUG, AWM, Desert Eagle, Dragunov, FAMAS, GROZA, M14, M4A1, M500, MP5, SCAR, SKS, SVD, Thompson, UMP, USP, XM8
ফোরগ্রিপ:
যখন লাগানো থাকে, এটি বুলেট ছোড়ার পরিধি কমিয়ে আনে এবং আরো একুরেট হিপ-ফায়ারের ব্যবস্থা করে।

যে ধরনের উইপেনের জন্য আছে:
AK, AN94, AUG, CG15, Dragunov, FAMAS, GROZA, Heat Gun, M14, M4A1, MP5, SCAR, SKS, SVD, Thompson, UMP
ম্যাগাজিন:
আপনার বন্দুকের ক্লিপ সাইজ বৃদ্ধি করে।

যে ধরনের উইপেনের জন্য আছে:
AK, AN94, AUG, AWM, CG15, Dragunov, FAMAS, G18, GROZA, M14, M4A1, M60, MGL140, MP40, MP5, P90, SCAR, SKS, SPAS12, SVD, UMP, USP, VSS, XM8
স্কোপ:
আরো দূরবর্তী অবস্থান দেখতে সাহায্য করে, এইমিং রেটিকল দিতে এবং উইপেন সাইট দেয় বড় করে দেখার জন্য।

যে ধরনের উইপেনের জন্য আছে:
AK, AN94, AUG, AWM (*Pre-attached with 8x scope), Dragunov (*Pre-attached with 4x scope), FAMAS, GROZA, Heat Gun, Kar98k (*Pre-attached with 8x scope), M14, M4A1, M500 (*Pre-attached with 2x scope), MP5, P90, SCAR, SKS (*Pre-attached with 4x scope), SVD (*Pre-attached with 4x scope), UMP, VSS (*Pre-attached with 4x scope), XM8 (*Pre-attached with 2x scope)
স্টোক:
ফায়ারিংয়ের সময় রেঞ্জ এবং মুভমেন্ট স্পিড বাড়ান।

যে ধরনের উইপেনের জন্য আছে:
AK, AN94, AUG, Dragunov, FAMAS, GROZA, M104, M4A1, MP40, P90, SKS, SPAS12, SVD, VSS, XM8


এছাড়াও রয়েছে আরো টিপ্‌স। আপনার কাছে এমন উইপেন আসতে পারে যেটাতে মাত্র ১ থেকে ২ টি স্লট থাকতে পারে। কিছু উইপেনের ফুল লোড থাকতে পারে আবার অন্যান্যগুলোর কোনো লোড থাকতে নাও পারে। কিছু নির্দিষ্ট বন্দুকের আগেই থেকে প্রি-অ্যাটাচড স্কোপ থাকতে পারে যেমন Kar98k ও SKS-এর মতো, যা আরো দূরবর্তী অবস্থান কভার করতে সাহায্য করে একদম শুরু থেকেই।  আপনি যদি উইপেনের স্ট্যাট নিয়ে আরেকটু গবেষণা করেন এবং অ্যাটাচমেন্ট সহ এবং অ্যাটাচমেন্ট ছাড়া উইপেনগুলো কেমন পারফর্ম করছে তা জানতে পারেন, তাহলে আপনার জন্য উপকার সবচেয়ে বেশি হবে। 

আপনি যদি হয়ে থাকেন একজন স্নাইপার মাস্টার, যে সুনির্দিষ্ট এবং লং-ডিসটেন্স কিল নিতে পছন্দ করেন, তাহলে আপনার রাইফেলের সাথে আপনার স্কোপের জুটি করুন আপনার টার্গেটকে আরো বড় করে দেখতে ও মাজল রাখুন আরো বেশি ফায়ারপাওয়ার ড্যামেজ করতে।  

হাই-পাওয়ার্ড অ্যাসল্ট রাইফেলের ক্ষেত্রে ম্যাগাজিন ব্যবহার করলে এর ক্লিপ সাইজ বাড়ানোর জন্য এবং মাল্টিপল রাউন্ড অ্যামুনিশন লোড করতে পারার মতো আরো সুবিধা পাবেন। আমরা তাই এটা বেশ জোরের সাথে রেকোমেন্ড করছে সেই সকল ট্রিগার হ্যাপি প্লেয়ারদের জন্য। তবে সাবধান থাকুন আপনার আশেপাশের অবস্থার দিকে শুধুমাত্র খালি সবস্থানে বুলেট নিক্ষেপের পরিবর্তে  

আপনার প্র্যাক্টিস চালু রাখতে হবে হিট বা মিস যাই করেন না কেন। ওইখানে তো আসল মজা লুকিয়ে আছে। 

টপ আপ করুন আপনার ফ্রি ফায়ার একাউন্ট শুধুমাত্র Codashop-এ। আমরা আপনাকে নিশ্চিত করতে চাই #ভালোদ্রুতনিরাপদ টপ-আপ এক্সপেরিয়েন্স, যেখানে পাবেন বিভিন্ন ধরনের বিস্তৃত পেমেন্ট অপশন থেকে আপনার একদম পছন্দের পেমেন্ট অপশন বেছে নেয়ার মতো সুবিধা। 

BUY APP & GAME VOUCHER ONLINE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here