উইনার উইনার চিকেন ডিনারঃ পাবজি গেম এর সেরা সব অস্ত্রসমূহ (আপডেটেড)

0
9669

PUBG Weapon Guide

পাবজি মোবাইল গেম খেলার জন্য সেরা অস্ত্রসমুহ (আপডেটেড) 

পাবজি খেলার সময় যখন আপনি একই ময়দানে আরও ৯৯ জন এক্সাইটেড শুটারের সাথে সকলের জন্য উন্মুক্ত এক ব্যাটেল রয়্যাল খেলবেন, এটা স্বীকার করে নেওয়াই শ্রেয় যে সব রকম অস্ত্রের মজুদ হাতে থাকলেই জীবিত অবস্থায় চিকেন ডিনারটা নিজের জন্য উদ্ধার করা সম্ভব। যখন খেলাটার নিয়মটাই হলো শেষ পর্যন্ত টিকে থাকা (শেষ টিম হিসেবেও, তখন লুকিয়ে থেকে অথবা দৌঁড়ায় পালালেও লাভ হবে না) 

এই খেলার জন্য অবশ্যই আ্যসাল্ট রাইফেল এবং শটগান, সাথে এস এম জি নিয়ে নামা উচিত। যেহেতু সীমিত অস্ত্রাদি নিয়ে চলাচল করা যায় তাই এইসব এর মধ্যে ২টা প্রধান অস্ত্র থাকা উচিত, সাথে ১ টা পিস্তল, ১ টা মিলি অস্ত্র আর সাথে গ্রেনেড। আমরা এই অস্ত্র সমূহের গাইডটা বানিয়েছি যাতে আপনারা সুবিধা অনুযায়ী অস্ত্র পছন্দ করতে পারেন।

আ্যসাল্ট রাইফেল

এম ৪১৬

M416আ্যমোঃ ৫.৫৬

রেঞ্জঃ ১০০-৬০০

প্রাথমিক ড্যামেজঃ ৪১

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, ফরগ্রিপ, সাইট, ম্যাগাজিন, স্টক, সাইড স্কোপ

যদি রিকোয়েল কন্ট্রোল করা আপনার জন্য কষ্টসাধ্য হয় তাহলে এই অস্ত্রটি ব্যবহার করুন। যারা শত্রুদের স্প্রে করে ভাল আঘাত করতে পারে পেছন থেকে তাদের জন্য এটা ভাল অস্ত্র। একাধিক সংযোজন ব্যবস্থা রয়েছে এতে করে স্থায়িত্বের সাথে ব্যবহার উপযোগী করা যায়। এম ৪১৬ এর ২ টি ফায়ার মোড রয়েছে – ফুল অটো আর সিঙ্গেল-শট, যেটার জন্য এই অস্ত্রটি স্নাইপার হিসেবে ব্যাবহার করা যায়। ভাল এ আর সাথে উন্নত ফায়ার রেট এম ৪১৬ কে একটু সবদিকে দক্ষ এক অস্ত্র হিসেবে ধরা হয়। 

এ কে এম 

আ্যমোঃ ৭.৬১

রেঞ্জঃ ১০০-৪০০

প্রাথমিক ড্যামেজঃ ৪৭

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, ম্যাগাজিন, সাইট, স্টক, সাইড স্কোপ

এ কে এম একটি বর্বর অস্ত্র। এর রয়েছে সর্বাধিক সিঙ্গেল শট ড্যামেজ AR ক্যাটাগরির মধ্যে। আপনি যদি হেডশট এ পারদর্শী হন, তাহলে এটা দিয়ে খেলাই উত্তম। এটা চালাতে যথেষ্ট অনুশীলন প্রয়োজন যেহেতু লাফিয়ে পিছনে এসে চালাতে হয়। যদি এটা চালাতে পটু হয়ে যান তাহলে ২ শট এর মদ্ধেই শত্রূর মাথার খুলি ঊরে যাবে। (সান্স একটি কার্যকারী লেভেল ৩ এর হেমলেট)। একটি সম্পূর্ণ অটোমেটিক রাইফেলে ৭.৬২ এম এম বুলেট ব্যাবহার করা হয় তাহলে এ কে এম এর সামর্থ্য আছে ৪৮ এর বেশি ড্যামেজ করা। এটা সবখানেই পাওয়া যায়, এটাকে স্নাইপার এর মতই ব্যাবহার করা যায়। 

এম১৬এ৪

M16A4আ্যমোঃ ৫.৫৬

রেঞ্জঃ ১০০-৬০০

প্রাথমিক ড্যামেজঃ ৪৩

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, সাইট , ম্যাগাজিন, স্টক, সাইড স্কোপ

আপনার তড়িৎ গতির ট্রিগার আছে? এইআন্ডাররেটেড এ আর একটি অসাধারন অস্ত্র। এটি একটি ৩ রাউন্ড বিস্ফোরক রাইফেল, এতে রয়েছে যথেষ্ট স্থিরত্ত, বুলেট ড্যামেজ (৪১) আর কম রিকয়েল। এর ২টা মোড রয়েছেঃ শক্তিশালী সিঙ্গেল শট সাথে বিস্ফোরণ। এটা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল। যদিও এটা এ আর ক্যাটেগরির মধ্যে রয়েছে। এর সাথে সঠিক সংযোজন যেমন-  কম্পেনসেটর, কিউ। এক্সটি ম্যাগ রয়েছে রিলোড স্পীড এর জন্য। রেড ডট সাইট (কাছ থেকে) এবং ৬এক্স স্কোপ (দূর থেকে) এবং এটার শুফল পুরা গেম জুড়েই পাওয়া যাবে। 

স্কার -এল 

এম১৬এ৪

Scar-L আ্যমোঃ ৫.৫৬

রেঞ্জঃ ১০০-৬০০

প্রাথমিক ড্যামেজঃ ৪১

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, ফরগ্রিপ, ম্যাগাজিন, সাইট, সাইড স্কোপ

আপনি যদি স্কার-এল ব্যবহার করেন মোটামুটি কাছাকাছি থেকে হালকা দুরুত্তের এই অস্ত্র বেশ কার্যকরী শত্রূদের দমিয়ে দেওয়ার জন্য। এই অস্ত্রের অটো ফায়ার বেশ কার্যকর, যার ফায়ার রেট ০.০৯৬ সেকেন্ড যদি ধারে কাছে কোন এম ৪ না থাকে। এই অস্ত্রের সাথে বেশিরভাগ এ আর সংযোজনই যাবে। যদি ডাবল এ আর যুদ্ধে যান, তাহলে স্কার-এল একটি অবশই হতে হবে। স্কার-এল একটি অসাধারন অস্ত্র বেশ স্থির, হালকা রিকইল আর সহজে শিখে ফেলা যায়। 

স্নাইপার রাইফেল

এ ডাবলু এম

AWMআ্যমোঃ ৩০০

রেঞ্জঃ ১০০-১০০০

প্রাথমিক ড্যামেজঃ ১০৫

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, সাইট ম্যাগ, স্টক

শুরু করা যাক সবচেয়ে ভাল অস্ত্র দিয়েই, আর্কটিক ওয়ারফেয়ার ম্যাগনাম অথবা এ ডাবলু এম। এটা শুধুমাত্র এয়ার ড্রপ এই পাওয়া যায়, তাই এটা যখনি দেখা যাবে, একটু সতর্কতা নিয়ে এটার জন্য যাওয়া উত্তম। এটার তীব্র ফায়ার পাওয়ার এর সাথে .৩০০ ম্যাগনাম শট ১৩২ ড্যামেজ করতে সক্ষম। উন্নত মানের হেলমেট পড়া অবস্থায়ও ওয়ান শট হেড শট নেওয়া যায়। এই অস্ত্রের আকর্ষণীয় দিক হোল এইটাতে ১০০ থেকে ১০০০ রেঞ্জ এ উঠতে পারে যদি ভাল করে নিশানা করা হয়। অস্ত্রের রাজা। 

কারাবিনার ৯৮ কার্জ (কে এ আর ৯৮কে) 

Kar98kআ্যমোঃ ৭.৬২

রেঞ্জঃ ১০০-৬০০

প্রাথমিক ড্যামেজঃ ৭৯

ব্যবহারযোগ্য সংযোজনঃ সাইট, ম্যাজল, স্টক

এ ডাবলু এম যদি রাজা হয়ে থাকে, তাহলে কে এ আর ৯৮ কে হল তার রানার উপ। এটা এয়ার ড্রপ এর সময় ছাড়া হয়। এই জি ছি গান দূর পাল্লার শুটিং এ  ব্যবহার হয়, এটার চুলচেরা ওয়ান শট শুটিং পূর্ণ জীবন নিয়ে খেলা কোন খেলয়ার লেভেল২ হেলমেট পড়া অবস্থায় থাকলেও নাস্তানাবুদ হতে বাধ্য। এটার সাথে ৮এক্স স্কোপ লাগালে আর কার্যকরী হবে। 

শর্টগান

এস ১২ কে

S12Kআ্যমোঃ ১২ গেইজ

রেঞ্জঃ ২৫-২৫

প্রাথমিক ড্যামেজঃ ২৪

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, ম্যাগাজিন, সাইট

ধারনা করা হয় এস ১২ কে পাবজির এক অন্যতম সেরা শটগান। এটার প্রধান কাজ হোল, এটা দিয়ে  শত্রূদের মেরে মুছে ফেলা যায়, শহুরে এলাকায়। এটা ২২ টা ড্যামেজ আর এতে আছে অটোমেটিক ফায়ার মোড। এই অস্ত্রের দ্রুত ফায়ার এর জন্য শত্রূরা কাছে আসার আগে দুইবার করে চিন্তা করবে। এই যন্ত্রের সাথে অতিরিক্ত একটা ম্যাগ যার সাথে ৫বা তার বেশি বুলেট নিয়ে নিলে রিলোড এর সময় কমে আসবে।

এস ৬৮৬

S686আ্যমোঃ ১২ গেইজ

রেঞ্জঃ ২৫-২৫

প্রাথমিক ড্যামেজঃ ২৬

ব্যবহারযোগ্য সংযোজনঃ ম্যাজল, স্টক

আপনি যদি মনে করেন আপনার পক্ষে মিস করা সম্ভব না, তাহলে এই ডাবল বারেল কে আপনার কাছের বন্ধু মনে হবে। এটা  একবারে ২ রাউন্ড শুট করতে পারে, এজন্যই এটাকে এক প্রাঙ্ঘাতি  অস্ত্র হিসেবে ধরা হয় কম দুরত্তে। এই অস্ত্রটিতে একটা চক র শটগান বুলেট ব্যাবহার করে এই অস্ত্রের উত্তম লোডআউট করা সম্ভব। একা খেলার জন্য এটা বেশ উপযোগী। 

সাবম্যাসিন গানস

ঈউ এম পি ৯

UMP9আ্যমোঃ ৯এম এম

রেঞ্জঃ ১০০-৩০০

প্রাথমিক ড্যামেজঃ ৪১

ব্যবহারযোগ্য সংযোজনঃ লোয়ার রাইল, ম্যাগাজিন, ম্যাজল,  সাইট

এটি স্তাওয়ার্ট এস এম জি ক্যাটাগরির মধ্যে পরে। ঈউ এম পি ৯ কে ঈউযির বড় ভাই মনে করা হই কারন এটার নিখুত শুটিং রেঞ্জ  এর জন্য। এই অস্ত্র ৩০ টির উপর বুলেট চালাতে পারে পার ম্যাগ আর এটি মাটিতেই পাওয়া যাই। স্বল্প রেঞ্জ এর যুদ্ধে এটা নিয়ে যাওয়া উত্তম এটার উন্নত ফায়ার রেট আর খিপ্রতার জন্য। এটি সম্ভবত সবথেকে ভাল এস এম জি এই খেলায়। 

পিস্তল

পি১৮ ছি

P18Cআ্যমোঃ ৯এম এম

রেঞ্জঃ ২৫-২৫

প্রাথমিক ড্যামেজঃ ২৩

ব্যবহারযোগ্য সংযোজনঃ লোয়ার রাইল, ম্যাগাজিন, ম্যাজল,  সাইট

যখন আর কোন অস্ত্র হাতে থাকবে না, তখন বের করে নাও পিস্তল। এই পি১৮ ছি টি এই ক্যাটাগরিতে কারন এটার অটোফায়ার আর বর্ধিত ম্যাগাজিন এর জন্য। মনে রাখা ভাল, এই পিস্তল এ উপরে ম্যাগাজিন ধারন ক্ষমতা ১৭ আর এর রয়েছে সবচেয়ে বেশি ফায়ার রেট এই পুরা সাব ক্যাটাগরিতে। 

মেলি উইপন 

প্যান

Panঅবশ্যই এটি উল্লেখযোগ্য। ঢালাই লোহার তৈরি কড়াইটি যখন সাবধানতার সাথে পড়া হয়, এটা বন্দুকের গুলি থেকে পিঠকে সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী ভুমিকা পালন করে। এটাকে জিনিয়াস বললে ভুল হবে না, প্যান আক্ষরিক অর্থেই তোমার জীবন বাচাতে পারে। 

আমরা আশা করি তুমি এই অস্ত্র ব্যবহার করার গাইড থেকে অনেক কিছু শিখতে পেরেছ। সবসময় সেই অস্ত্রটিই নির্বাচন করার কথা মাথায় রাখবে, যেটা তোমার খেলার স্টাইলের সাথে যায়, অনেক অনুশীলন করবে এবং তাহলে তুমি অবশ্যই সেই কাঙ্ক্ষিত চিকেন ডিনার জিততে পারবে। শুভ কামনা! 

Top up now

 

BUY APP & GAME VOUCHER ONLINE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here